Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গতকাল  (২২/০৭/২০২৫) চট্টগ্রাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ (২৩/০৭/২০২৫) সর্বনিম্ন তাপমাত্রা  ২৭ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস


শিরোনাম
আয়কর রিটার্ণ ফরম
বিস্তারিত

করযােগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে-

১. কোন ব্যক্তি-করদাতার (individual) আয় যদি বছরে ৩,০০,০০০ টাকার বেশি হয়;

২. তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হয়;

৩. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযােদ্ধা করদাতার আয় যদি বছরে ৪,৭৫,০০০ টাকার বেশি হয়।

৪. প্রতিবন্ধী করদাতা ৪,৫০,০০০ টাকার বেশি হয়।

 

রিটার্ন ফরম কোথায় পাওয়া যায়

সকল আয়কর অফিসে আয়কর রিটার্ন ফরম পাওয়া যায়। একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফরম সংগ্রহ করতে পারেন। জাতীয় রাজস্ব বাের্ডের ওয়েব সাইট https://nbr.gov.bd/form/income-tax/eng  থেকেও রিটার্ন ফরম download করা যাবে। রিটার্নের ফটোকপিও গ্রহণযােগ্য।

 

 

প্রকাশের তারিখ
01/07/2021
আর্কাইভ তারিখ
31/12/2021