Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গতকাল (২০/০১/২০২৫) চট্টগ্রাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ (২১/০১/২০২৫) সর্বনিম্ন তাপমাত্রা  ১৫ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস


সেবা কিভাবে পাবেন
০১। দৈনিক স্থানীয় পূর্বাভাস/জাতীয় পূর্বাভাস প্রদান (ইস্যু করার সময় বেতার চট্টগ্রামে প্রচারের জন্য ০৬০০ বি.এস.টি. ও ১৬৩০ বি.এস.টি. এবং বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় ও বাংলাদেশ টেলিভিশন-এর জন্য ১৭৩০ বি.এস.টি.)।
০২। চাহিদা মাফিক দৈনিক জোয়ার ভাটার সময় সূচী এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূচী প্রদান ।
০৩। নদী বন্দরের জন্য Inland Forecast  প্রদান (ইস্যু করার সময় রেডিওতে প্রচারের জন্য০৬০০ বি.এস.টি. ও  ১৬৩০ বি.এস.টি.)
০৪। দৈনিক ০১(এক) বার ফিশিং পূর্বাভাস প্রদান।
০৫। দুর্যোগপূর্ন আবহাওয়ায় বিশেষ বার্তা প্রদান ( ঢাকা থেকে ইস্যুকৃত বার্তা স্থানীয়ভাবে প্রদান)।
০৬। বিমানের জন্য Forecast Folder প্রদান (চাহিদা মাফিক )।
০৭। Aerodram Forecast প্রদান (ইস্যু সময় ১০৩০ বি.এস.টি., ১৬৩০ বি.এস.টি. ও ০৫৩০ বি.এস.টি.)
০৮। TAF প্রদান ( টার্মিনাল এ্যারোড্রাম ফোরকাস্ট, ইস্যু সময় ০৯৩০ বি.এস.টি., ১৬৩০ বি.এস.টি., ২১৩০ বি.এস.টি ও ০৩৩০ বি.এস.টি.)।
০৯। METAR & PECI (Bad Weather) প্রদান ( প্রতি ঘন্টায় )।
১০। Aviation Warning ( Bad Weather )  প্রদান।
১১। আবহাওয়া উপাত্ত সরবরাহ  (স্থানীয় উপাত্ত ০১ (এক) মাসের হলে চট্টগ্রাম থেকে এবং ০১ (এক) মাসের অধিক হলে ঢাকা থেকে প্রদান করা হয় )।
১২। পাক্ষিক পূর্বাভাস প্রদান (বিভাগীয় কমিশনার  ও জেলা প্রশাসকের কার্যালয়ে মাসে দু’বার )।
১৩। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের আবহাওয়া সম্পর্কে সম্যক জ্ঞান দান।
১৪। স্থানীয়ভাবে আয়োজিত সভা/সেমিনারে আবহাওয়া সম্পর্কিত ধারণা প্রদান।
১৫। কৃষি সম্প্রসারন অধিদপ্তরে  দৈনিক আবহাওয়া উপাত্ত (তাপমাত্রা,সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টিপাত,আদ্রতা) প্রদান (মাসে একবার)।
১৬। সমুদ্রগামী জাহাজের ব্যারোমিটার ক্যালিব্রেশন ( চাহিদা মাফিক ) ।
১৭। সরকারী/ বেসরকারী প্রতিষ্ঠানের দেশী/ বিদেশী প্রতিনিধিদের আবহাওয়া কার্যক্রম অবহিত করণ (চাহিদা মাফিক) ।
১৮। বৈমানিকদের চাহিদা অনুযায়ী  আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান।
১৯। ভূমিকম্প সংগঠনের তথ্য প্রদান।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তের ওয়েবসাইট  www.bmd.gov.bd হতে হালনাগাদকৃত নিম্নলিখিত আবহাওয়া তথ্য-উপাত্ত ও  পূর্বাভাস সম্পর্কে অবহিত হতে পারবেনঃ
Bangladesh Climate, Weather Charts, Radar Image, Satellite Image, Weather Forecast, NWP Products, Climate Outlook, Weekly Agromet Forecast, Special Weather Bulletin, Bulletin Dissemination, Inland Riverport Warning, Marine Forecast, Warnings, Earthquake, Eclipse, Sunrise & Sunset, Sahari & Iftar, Photo Gallery, Weather Review, etc.