Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গতকাল (২১/০১/২০২৫) চট্টগ্রাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ (২২/০১/২০২৫) সর্বনিম্ন তাপমাত্রা  ১৫ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস


At a Glance

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একটি বৈজ্ঞানিক ও কারিগরী প্রতিষ্ঠান। সর্বপ্রথম ১৮৬৭ সালে যশোর ও নারায়নগঞ্জে আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের মাধ্যমে ‘পর্যবেক্ষণ সার্ভিস’ এর কাযর্ক্রম শুরু হয় যা পরবর্তিতে ‘আবহাওয়া সার্ভিস’ নামে পরিচিতি পায়। স্বাধীনতার পরে ‘আবহাওয়া দপ্তর’ এবং ১৯৮২ সালে ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর’ নামকরণ করা হয়। 

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের একমাত্র সংস্থা হিসেবে সার্বক্ষণিক বাংলাদেশের আবহাওয়া পর্যবেক্ষণ, কেন্দ্রীয়ভাবে আবহাওয়ার তথ্য-উপাত্ত সংগ্রহ, আদান-প্রদান ও সংরক্ষণ করে থাকে। এছাড়া এ অধিদপ্তরের কর্মপরিধি শুধুমাত্র আবহাওয়া পর্যবেক্ষণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, আদান-প্রদান ও সংরক্ষণই নয়, এর পাশাপাশি এ অধিদপ্তর বিমান বন্দর আবহাওয়া পূর্বাভাস, সামুদ্রিক ঘূর্ণিঝড় পূর্বাভাস (ঝড় সতর্কীকরণ কেন্দ্র), জলোচ্ছাসের পূর্বাভাস, কৃষি আবহাওয়া পূর্বাভাস, ভুমিকম্প ও সুনামি সতর্কীকরণ কেন্দ্র, জলবায়ু ও জ্যোতিবিজ্ঞানীয় মহাশাখা, দৈনন্দিন আবহাওয়া পূর্বাভাস, আভ্যন্তরীন নৌ-চলাচল আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, ভিভিআইপিদের চলাচলের জন্য পূর্বাভাস, কালবৈশাখী ঝড়, শৈত্য প্রবাহ, তাপ প্রবাহ, আবহাওয়া খরা ও ভারী বর্ষণজনিত ভূমিধ্বস পূর্বাভাস ও সতর্কবার্তা প্রদানের কাজগুলো অত্যন্ত দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে পালন করে আসছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর সদস্য হিসেবে আবহাওয়া বিজ্ঞান সংক্রান্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক সকল প্রচেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং এ সম্পৃক্ততার ফলে অত্যাধুনিক বৈজ্ঞানিক ও কারিগরী প্রয়োগবিদ্যার মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও সতর্ক সংকেত প্রদান করে আসছে।